ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেশনস লিগে সেমির পথে কারা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ২১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইউরোপের ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা উয়েফা নেশনস লিগ। এই লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে জমজমাট লড়াই। ইউরোপ তথা বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দলগুলির লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। ১০ জনের নেদারল্যান্ডসের সঙ্গে কোনওরকম ড্র করেছে স্পেন। গত বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্সকে সহজেই হারিয়ে দিল ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কাছেই হেরে রানার্স আপ হওয়া ক্রোয়েশিয়া। ক্রিশ্চিয়ানো রোনাদোর পর্তুগালকে ১-০ হারিয়ে দিয়েছে ডেনমার্ক। ইটালিকে  হারিয়ে দিয়েছে জার্মানি। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের পর লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। এবার দ্বিতীয় লেগের লড়াইয়ের অপেক্ষা। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এই লড়াইয়ের দিকে তাকিয়ে আছেন। বিশেষ করে রোনাদোর পারফরম্যান্সের দিকে সবার নজর থাকছে।

নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে নেদারল্যান্ডস। যোগ করা সময়ে স্পেনের মেরিনো গোল করে ডাচদের জয় ছিনিয়ে নেন। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে রোববার (২৪ মার্চ) ভ্যালেন্সিয়ায়, যেখানে বিজয়ী দল সেমিফাইনালে ক্রোয়েশিয়া বা ফ্রান্সের বিপক্ষে খেলবে।

অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের প্রত্যাবর্তন সুখকর হয়নি ফ্রান্সের জন্য। ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছে ফ্রান্স। ফলে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে ক্রোয়াটরা।

সান সিরোতে প্রথম লেগে ইতালিকে ২-১ গোলে পরাজিত করেছে জার্মানি। ম্যাচের ৭৬তম মিনিটে লিওন গোরেৎজকার হেডে জয়সূচক গোল আসে। দ্বিতীয় লেগে নিজেদের জয় ধরে রাখতে পারলেই সেমিফাইনালে উঠবে জার্মানি।

ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। বদলি নামা স্ট্রাইকার হজলান্ডের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দ্বিতীয় লেগে লিসবনে পর্তুগালের ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও এগিয়ে থেকে খেলতে নামবে ডেনমার্ক।

আগামী রোববার (২৪ মার্চ) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নির্ধারিত হবে চার সেমিফাইনালিস্ট। উত্তেজনাপূর্ণ লড়াইয়ের অপেক্ষায় ফুটবল ভক্তরা।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি